Thursday, August 24, 2017

ভাই গিরীশচন্দ্র সেন- কোরআন ১ম বাংলায় অনুবাদক

আজ যার কথা বলব তিনি হলেন ভাই গিরীশচন্দ্র সেন।তার প্রথম ও প্রধান পরিচয়টা হল তিনি হিন্দু হয়েও ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ কে প্রথম বাংলায় অনুবাদ করেন।তিনি ১৮৩৪ সালে বর্তমান নরসিংদী জেলার পাচঁদোনা গ্রামে এক হিন্দু বৈদ্যবংশ পরিবারে জন্মগ্রহন করেন।তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।যার ফলশ্রুতিতে তিনি শুধু কোনআনই অনুবাদ করেনি ইসলামিক গ্রন্থ আল-হাদিসও বাংলায় অনুবাদ করেন।তার সাথে তিনি নবীদের জীবনী যেমন-#হযরত-ইব্রাহিম-(আ),#হযরত-দাউদ-(আ),#হযরত-মুসা-(আ) এবং#হযরত-মুহাম্মদ-(সা) এর জীবনী লিপিবদ্ধ করে গেছেন।জানা গেছে,তখনকার সময় ইসলাম ধর্মের কোন ব্যক্তি পবিত্র ধর্মগ্রন্থ#কোনআন-শরীফ কে বাংলায় অনুবাদ করার সাহস পায়নি।তখনই বর্তমান ভারতের বিধান সভার সভাপতি#কেশবচন্দ্র_সেনেরঅনুপ্রেরণায়#গিরীশচন্দ্র_সেনএগিয়ে আসে। তারপর ১৮৮৬ সালে সম্পূর্ণ ভাবে#কোরআনকে প্রথম বাংলায় অনুবাদ করতে সফলতা লাভ করে।তিনিই একজন কীর্তিমান ব্যক্তি যিনি মনে ধর্মীয় কোন ভেদাভেদ তৈরী করেনি।মনুষ্যত্ববিবেক কে সবার আগে স্হান দিয়েছেন।আসলে মূলকথা হলো কি জানেন,আমরা#হিন্দু_মুসলিম_বৌদ্ধ_খ্রিষ্টানইরয়ে গেলাম তাদের মতো মানুষ হতে পারিনি।এমন কীর্তিমান ব্যক্তিটি ১৯১০ সালের ১৫ আগস্ট সবাইকে ছেড়ে পরলোক গমন করেন।

No comments:

Post a Comment

একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"

জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...