Sunday, September 10, 2017

আর পারছি না গুরু

আর পারছি না গুরু
তেইশটা বছর ধরেপ্যান্টে শার্ট গুজে পরে
আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু।
পাড়ার যত ছেলেগুলোসবার ঘরে বউ এল
মা বললেন মন দিয়ে পড়
আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু।
অবশেষে মার দয়া হলোঘরে ফুটফুটে বউ এলো,
ফুল শয্যার রাতেএক গোছা মালা হাতে
বউকে শুধাই"আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনেও আমি কি তাই?
"বউ হেসে বলে"আর পারছিনা গুরু
সেই নার্সারি থেকে শুরু।"

1 comment:

একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"

জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...