Monday, September 18, 2017

শারদীয় কবিতা

নীল আকাশে সাদা মেঘে
আনন্দেরই মেলা,
দুর্গা মায়ের আগমনে
কাশ ফুলের খেলা৷
ভালো হোক , সুখের হোক
দুর্গা মায়ের পূজা,
সকলকে জানাই আমি
প্রীতি ও শুভেচ্ছা৷

No comments:

Post a Comment

একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"

জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...