ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমদভগবতগীতায় বলেছেন, সাত্বিক ব্যক্তির ২২ টা গুন থাকে, আর সাত্বিক ভক্তরই কেবলমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারে। আসুন জানি এই ২২ টা গুন কি কি,
, → স্বার্থ ত্যাগ করা
→ অহিংসা
→ সত্য
→ ক্রোধ না করা
→ ধর্মের জন্য ত্যাগ স্বীকার করা
→ মনের শান্তি
→ নিন্দা না করা
→ দয়াভাব
→ সুখের প্রতি আকর্শিত না হওয়া
→ বিনা কারনে কোন কার্য না করা
→ তেজ
→ ক্ষমা
→ ধৈর্য্য
→ শরীরের শুদ্ধতা
→ ধর্মের বিরোধিতা না করা
→ অহংকার না করা
→ হিংসা ত্যাগ করা
→ জীব হত্যা না করা
→ জীবের কল্যান করা
→ ঈশ্বরের প্রতি সমার্পন
→ সকল জীবের প্রতি করুনা করা
→ সকল প্রকার কামনা ত্যাগ করা।
, এই গুনগুলি প্রকৃত মানুষের গুন,এই গুনই ঈশ্বর প্রাপ্তির পথ। আশা করি আমরা এই গুন অর্জন করার চেস্টা করব।
, বলুন হরে কৃষ্ণ।
Poltokumardas.blogspot.com
No comments:
Post a Comment