Tuesday, September 19, 2017

জীবন কেমন হলে ঈশ্বর প্রাপ্তি হবে?

ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমদভগবতগীতায় বলেছেন, সাত্বিক ব্যক্তির ২২ টা গুন থাকে, আর সাত্বিক ভক্তরই কেবলমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারে। আসুন জানি এই ২২ টা গুন কি কি,

, → স্বার্থ ত্যাগ করা
→ অহিংসা
→ সত্য
→ ক্রোধ না করা
→ ধর্মের জন্য ত্যাগ স্বীকার করা
→ মনের শান্তি
→ নিন্দা না করা
→ দয়াভাব
→ সুখের প্রতি আকর্শিত না হওয়া
→ বিনা কারনে কোন কার্য না করা
→ তেজ
→ ক্ষমা
→ ধৈর্য্য
→ শরীরের শুদ্ধতা
→ ধর্মের বিরোধিতা না করা
→ অহংকার না করা
→ হিংসা ত্যাগ করা
→ জীব হত্যা না করা
→ জীবের কল্যান করা
→ ঈশ্বরের প্রতি সমার্পন
→ সকল জীবের প্রতি করুনা করা
→ সকল প্রকার কামনা ত্যাগ করা।

, এই গুনগুলি প্রকৃত মানুষের গুন,এই গুনই ঈশ্বর প্রাপ্তির পথ। আশা করি আমরা এই গুন অর্জন করার চেস্টা করব।

, বলুন হরে কৃষ্ণ।
Poltokumardas.blogspot.com

No comments:

Post a Comment

একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"

জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...