গল্প হলেও সত্যি, অনেক হৃদয় বিদারক।
এক গরীব স্বামী-স্ত্রী একটি ছোট গ্রামে
বাস
করতেন।
তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোন
সন্তান
ছিল না।
তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায়
শিক্ষিত করে
তোলেন ।
ছেলে গ্রামের কাছের একটি শহর হতে
ইঞ্জিনিয়ারিং পাশ করে। ভাগ্যবশত, সে
এক ধনী
মেয়েকে বিয়ে করে।
প্রথমদিকে, ছেলে আর তার বউ তার বাবা
মায়ের
সাথেই গ্রামে থাকতো। শীঘ্রই ছেলের বউ
গ্রাম্য
পরিবেশে হাপিয়ে ওঠে আর তার
স্বামীকে তার মা-
বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে।
কিছুদিন পরেই
ছেলে পত্রিকায় একটি চাকুরির
বিজ্ঞাপন
দেখতে পায়। সে সেই চাকুরিটা পেয়ে
যায়, আর
তার
বউকে নিয়ে শহরে চলে যায়। নিয়মিত সে
মা-
বাবাকে টাকা পাঠাতে থাকে। কিন্তু
একসময়,
সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার
মা-
বাবা যে জীবিত সে কথা ভুলেই যায়।
প্রতি বছর
সে পূজা পার্বন করে থাকে। একবার পূজার
পর
সে স্বপ্নে দেখল, কে যেন
তাকে বলছে , ‘তোমার পূজা করা হয় নি।’
একদিন
সে তার এই সব ঘটনা এক পুরোহিতের নিকট
খুলে বলল। ‘পুরোহিত তাকে তার গ্রামে
ফিরে গিয়ে
মা-
বাবার সাথে দেখা করতে পরামর্শ দেয়।
সে তার
গ্রামে ফিরে গেল, সে তার গ্রামের
সীমানায়
প্রবেশ
করল। কিন্তু সে দেখল, সব কিছুই কেমন যেন
বদলে গেছে। সে তার বাড়ি খুজে পেল না।
সে এক
ছোট
ছেলেকে তার বাড়ির অবস্থানের কিছু
বর্ণনা দিল।
ছোট ছেলেটি তাকে একটি বাড়ির
দিকে ইশারা করে বললঃ “এই বাড়িতে এক
অন্ধ
বৃদ্ধা মহিলা থাকেন যার স্বামী কয়েক
মাস আগেই
মারা যান। তার একমাত্র ছেলে ছিল যে
কিনা বহু
বছর আগে শহরে চলে গেছে, আর ফেরেনি।
কত বড়
দূর্ভাগ্যবান লোক!” ছেলে তার বাড়িতে
প্রবেশ
করে দেখল যে তার মা বিছানায় শুয়ে
আছেন।
সে নিঃশব্দে প্রবেশ করল যাতে তার
মা জেগে না ওঠে। সে শুনলো তার মা কি
যেন
একা একা চুপি চুপি বলছেন। সে তার
আরো কাছে আসলো যাতে তার কথা
শুনতে পারে।
.
সে শুনলো তার মা বলছেন, “হে ভগবান!
আমি এখন
অনেক বৃদ্ধ আর অন্ধ। আমার স্বামী ও
মারা গেছেন। এখন আমাকে শশ্মানে
নামানোর মত
কোন পুরুষ নেই। তাই দয়া করে আমার
ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য
আমার
কাছে পাঠিয়ে দাও।”
হে বন্ধুরা যে মা দশ মাস গর্ভে রেখে
আমাদের
লালন পালন করেছেন। আজ সেই মার এমন
অবস্তার
জন্য আমরাই তো দায়ী তাই নয় কী?
একজন মা তার সন্তানকে কত ভালবাসেন!!
যিনি আমাদের জন্য প্রতিদিন লড়াই করেন,
হাজারো ব্যাথা সহ্য করেন শুধু আমাদের
একটা
সুন্দর জীবনের পথ করে দিতে!
.আজ মাকে খুব বেশি মনে পড়ছে। ভালো
থেকো মা
খুব ভালো থেকো।
Tuesday, August 29, 2017
মা - বাবার তুলনা নেই। অসহায় ছেলের আর্তনাদ।
Subscribe to:
Post Comments (Atom)
একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"
জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...
-
আর পারছি না গুরু তেইশটা বছর ধরেপ্যান্টে শার্ট গুজে পরে আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু। পাড়ার যত ছেলেগুলোসবার ঘরে বউ এল মা বললেন ম...
-
বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে নমস্কার জানালো।আমিও নমস্কার উত্তর শুনে পাশে গিয়ে বসলাম। পাশে বসতেই বৌ আমাকে বলল.... ----ঘড়িতে তাকিঁয়ে দেখুন তো...
-
আকাশে এখন ছেঁড়া মেঘের ভেলা। শহরের ইতিউতি কোথাও যেন কাশ ফুলের দেখা পাওয়া। আর ভোরবেলা শিউলির ফুলের গন্ধ। দিকে দিকে এখন দেবী বন্দনা। বছর ঘু...
রাইট
ReplyDelete