Thursday, August 24, 2017

সত্যানুসরণ

যার-উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম; আর, তিনিই পরমপুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোন প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দুধর্ম, মুসলমানধর্ম, খ্রিষ্টানধর্ম, বৌদ্ধধর্ম ইত্যাদি কথা ভূল। বরং ও সবগুলি মত। কোনও মতের সাথে কোনও মতের প্রকৃতপক্ষে কোনও বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকমফের একটাকেই নানা প্রকারে এক রকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর।

No comments:

Post a Comment

একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"

জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...