Saturday, October 23, 2021
একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"
জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্থিক সহায়তা প্রদান করা সহ বিনামূল্যে বই, খাতা, কলম প্রদান করে থাকে। এছাড়া উক্ত গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকেন।
এবছর শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা ২০২১ইং উপলক্ষ্যে জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃগা ইউনিয়ন ও ধনপুর ইউনিয়নের কয়েকজন সম্মানিত ব্যাক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেছে। নিম্নে তা তুলে ধরা হলো।
১) জনাব কামরুল হাসান দুলাল
চেয়ারম্যান, ৩নং মৃগা ইউপি ও
সভাপতি, ৩নং মৃগা আওয়ামীলীগ।
২) জনাব দারুল ইসলাম
সাবেক ভাইস চেয়ারম্যান
ইটনা উপজেলা
৩) জনাব ছিদ্দিকুর রহমান
সাবেক চেয়ারম্যান, ৩নং মৃগা ইউপি
সহ-সভাপতি, ইটনা উপজেলা
আওয়ামীলীগ।
৪) জনাব অ্যাড. ফরিদউদ্দিন আহমেদ
এপিপি,নারী ও শিশু নির্যাতন ট্রাই.
সাবেক এজিএস, কিশোরগঞ্জ আইনজীবি সমিতি ও গুরুদয়াল সরকারি কলেজ।
৫) জনাব মিজানুর রহমান ভূট্টু
সাধারণ সম্পাদক,মৃগা ইউপি আওয়ামী
৬) জনাব মাহফুজ মিয়া
সহকারি শিক্ষা অফিসার
আজমিরীগঞ্জ উপজেলা।
৭) জনাব আলমগীর ফরিদ
দপ্তর সম্পাদক, ইটনা উপজেলা ছাত্রলীগ
৮) বাবু কামদেব দাস দেবু
সিনিয়র অফিস এক্সিকিউটিভ
আল-ফাতিন ইন্টারন্যাশনাল লিঃ
৯) বাবু দিলীপ দাস
বিপি, পুলিশ কন্ট্রোল রুম, ডিএমপি
ঢাকা।
বিএসএস, এমএসএস
গুরুদয়াল সরকারি কলেজ। কিশোরগঞ্জ
১০) বাবু নারায়ণ চন্দ্র সরকার
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১) বাবু সাধন চন্দ্র দাস
সাবেক সভাপতি,
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২) বাবু রথীন্দ্র চন্দ্র দাস
সভাপতি,
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Subscribe to:
Comments (Atom)
একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"
জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...
-
আর পারছি না গুরু তেইশটা বছর ধরেপ্যান্টে শার্ট গুজে পরে আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু। পাড়ার যত ছেলেগুলোসবার ঘরে বউ এল মা বললেন ম...
-
বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে নমস্কার জানালো।আমিও নমস্কার উত্তর শুনে পাশে গিয়ে বসলাম। পাশে বসতেই বৌ আমাকে বলল.... ----ঘড়িতে তাকিঁয়ে দেখুন তো...
-
আকাশে এখন ছেঁড়া মেঘের ভেলা। শহরের ইতিউতি কোথাও যেন কাশ ফুলের দেখা পাওয়া। আর ভোরবেলা শিউলির ফুলের গন্ধ। দিকে দিকে এখন দেবী বন্দনা। বছর ঘু...






